করোনার মতো আরেক ভাইরাসের প্রকোপ আফ্রিকায়

করোনার মতো আরেক ভাইরাসের প্রকোপ আফ্রিকায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর মতে আফ্রিকায় ইবোলা এবং করোনার মত আরো একটি মরণঘাতী ভাইরাস ছড়াতে শুরু করছে যার নাম 'মারবার্গ'।

পশ্চিম আফ্রিকায় এই ভাইরাস ছড়াতে শুরু করেছে। গিনিতে এই রোগে আক্রান্ত একজন শনাক্ত হয়েছে। আশংকা করা হচ্ছে এটি প্রানী থেকে মানুষে ছড়ায় এবং করোনার মতো এটিও বাঁদুড় থেকে সংক্রমিত হচ্ছে। ইবোলার মত এটির ও কোনো প্রতিষেধক বা চিকিৎসা আবিষ্কার হয়নি।এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় ৮৮ শতাংশ।

তথ্যসূত্রে জানা গিয়েছে গিনিতে মারবার্গ দ্বারা আক্রান্ত হওয়া ওই ব্যক্তির শরীরে প্রথম ভাইরাসের লক্ষণ দেখা দেয় ২৫ জুলাই। ১ আগস্ট স্থানীয় একটি চিকিৎসালয়ে চিকিৎসা নিতে যান তিনি এবং তার পরদিনই তার মৃত্যু ঘটে। ঐ ব্যক্তির সংস্পর্শে আসা চারজন স্বাস্থ্যকর্মী উচ্চ ঝুঁকিতে রয়েছে যদিও এখনো তাদের কোনো লক্ষণ প্রকাশ পায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password