নওগাঁর মান্দা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে পরানপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে কশব ইউনিয়ন।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের খেলায় কশব ইউনিয়ন ১-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় পরানপুর ইউনিয়ন গোল দিয়ে সমতা আনে। পরে ট্রাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে পরানপুর ইউনিয়ন অনুর্ধ্ব ১৭ দল।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। সভায় অন্যদের বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির মুন্সি, বীরমুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব আফছার আলী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল, কশব ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, প্রধান শিক্ষক আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ প্রমূখ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন