তুরস্কে চলমান সমরাস্ত্র প্রদর্শনী IDEF-21 তে বাংলাদেশ কোস্টগার্ডের বিদায়ী প্রধান রিয়ার এডমিরাল এম আশরাফুল হক অংশ নিয়েছেন। তিনি তুরস্কের বিখ্যাত শীপ ডিজাইনিং কোম্পানি SEFT Ship Design এর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এসময়ে কোস্টগার্ড প্রধান SEFT এর স্টলে Submarine Rescue Mother Ship, OPV হাল সহ বিভিন্ন জাহাজের ডিজাইন ঘুরে দেখেন এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নতুন করে ৪টি Offshore Patrol Vessel (OPV) তৈরীর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে SEFT এর CGB42 হতে পারে আদর্শ একটি জাহাজ। এতে রয়েছে ৩০ মিঃমি এর একটি রিমোট কন্ট্রোল মেইন গান এবং ২টি ১২.৭মিঃমি এর হেভী মেশিনগান। ২,০০০ কিঃমি রেন্জের এই জাহাজ সাগরে একটানা ৬-৮দিন অবস্থান করতে পারে। রাডার সেন্সর হিসেবে রয়েছে S Band এর একটি নেভিগেশন রাডার,অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, DGPS, ইলেকট্রনিক চার্ট, ইন্টিগ্রেটেড কমিউনিকেশন সিস্টেম। উল্লেখ্য তুরস্ক সফরে রয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনিও তুরস্কের বিভিন্ন সমরাস্ত্র এবং স্হাপনা পরিদর্শনে রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন