সিলেটে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

সিলেটে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি বিবৃতি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ 

সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব শাহজাহান ভূঁইয়া মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা জনাব মোঃ শামসুদ্দোহা, পিপিএম মহোদয়ের নেতৃত্বে এসআই/শিপু কুমার দাস, এসআই/শাহিন কবির, এসআই/জুনেদ আহমদ, এসআই/মুকিত মিয়া, এএসআই/মোঃ আব্দুল জলিল, এএসআই/ওবায়দুল্লাহ শেখ, এএসআই/জিয়াউর রহমান(১) সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকা হতে ১৩/০৭/২০২১খ্রিঃ রাত অনুমান ০৯:৩০ ঘটিকায় ডিসকভার ১৩৫ সিসি চোরাই ১টি মোটর সাইকেলসহ কুখ্যাত মোটর সাইকেল চোর মোঃ কয়েছ আহমদ তালুকদার(৩৪), পিতা-শহিদ আলী তালুকদার, সাং-গোটাটিকর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট তার অপর সহযোগী ইমরান আহমদ(২৮),পিতা-মৃত মানিক মিয়া, সাং-আলমপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়।

তাদেরকে গ্রেফতার করার পর মোঃ কয়েছ আহমদ তালুকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে মোঃ কয়েছ আহমদ তালুকদার ও ইমরান আহমদদ্বয়কে সাথে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে সিলেট জেলার ওসমানীনগর থানা এলাকায় হতে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়কারী মাসুম মিয়া(২৫), পিতা-মোঃ তকবির আলী, সাং-পূর্ব কালনির চর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। মাসুম মিয়াকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে কুখ্যাত চোর মোঃ কয়েছ আহমদ তালুকদার সহ অন্যান্য চোরদের নিকট হতে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করে। অতঃপর মাসুম মিয়ার দেওয়া তথ্য মতে আসামী মোঃ কয়েছ আহমদ তালুকদার, ইমরান আহমদ এবং মাসুম মিয়াদেরকে নিয়ে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন কচপুরাই এলাকা হতে জাহেদ আহমদ সুজন(২৬), পিতা-মৃত আঃ মজিদ, সাং-কচপুরাই, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে ডিসকভার ১২৫ সিসি মডেলের একটি চোরাই মোটর সাইকেলসহ ১৪/০৭/২০২১খ্রিঃ সকাল অনুমান ০৯:০০ ঘটিকা গ্রেফতার করা হয়।

অতপর গ্রেফতারকৃত সকল আসামীদের নিয়ে আরো মোটর সাইকেল উদ্ধারের নিমিত্তে সিলেট জেলার আশপাশ এলাকাসহ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫/০৭/২০২১খ্রিঃ সকাল ০৮:১৫ ঘটিকায় চোর দলের গ্রেফতারকৃত উক্ত ০৪(চার) সদস্য ও উদ্ধারকৃত ০২টি চোরাই মোটর সাইকেলসহ মোগলাবাজার থানায় হাজির হন। পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনায় আসামী মোঃ কয়েছ আহমদ তালুকদার এর বিরুদ্ধে ০১। দক্ষিন সুরমা থানার মামলা নং-১১, তারিখ-১২/১২/২০২০খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড, ০২। ওসমানীনগর থানার মামলা নং-১৭, তারিখ-২১/০৫/২০১৯খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড, ০৩। কানাইঘাট থানার মামলা নং-১১, তারিখ-১৯/০৪/২০১৯খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড, ০৪। শাহপরান (রঃ) থানার মামলা নং-০৯, তারিখ-১০/০৩/২০১৮খ্রিঃ, ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড, ০৫। সিলেট কোতোয়ালী থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০২/২০১৭খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড, ০৬। শাহপরান (রঃ) থানার মামলা নং-১৮, তারিখ-২২/১০/২০২১খ্রিঃ, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড এবং আসামী ইমরান আহমদ এর বিরুদ্ধে এয়ারপোর্ট থানা মামলা নং-১২, তারিখ-০৪/১২/২০২০খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড পাওয়া যায়।

আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password