বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি এলাকা সংলগ্ন আড়িয়াল নদে ১ হাজার বস্তা (৫০ মেট্রিক টন) সরকারিচালসহ ট্রলার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ওই ট্রলার চালককে আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে জানান গেছে, শনিবার (২৪ এপ্রিল) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ১ হাজার বস্তা চাল ট্রলারে করে মুলাদী উপজেলায় যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয় জনতা চাল বোঝাই ট্রলারসহ চালককে আট করে। তবে ট্রলারে থাকা তিন ব্যক্তি পালিয়ে যায়। পরে সরকারি চালসহ আটক ট্রলার চালকে পুলিশে সোপর্দ করা হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে ট্রলার ও চালক আটকের খবর পেয়ে তিনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। চালসহ ট্রলার জব্দ করেন। পাশাপাশি আটক ট্রলার চালক আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করেন।তিনি আরও জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক জানান মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দেয়া হয়েছে মুলাদী উপজেলায় পৌছে দেয়ার জন্য। মেহেন্দিঞ্জের পাতারহাট বন্দরের মো. জয়নাল নামে এক ব্যক্তি ওই চাল ট্রলারে তুলে দিয়েছেন।ওসি মিজানুর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি জয়নাল নামে ওই ব্যক্তি মেহেন্দিগঞ্জ সরকারি খাদ্য গুদামের চাল ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্য। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন