দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বুধবার (১৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, বাচ্চারা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে, মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে আর সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, "শুধু বিশ্ববিদ্যালয়গুলোই নয়, দ্রুত স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করেন।"

উক্ত সচিব সভায় প্রধানমন্ত্রী সকল সচিবদের এবং সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দেন। এছাড়াও দেশের প্রতিটি মানুষ যেনো মৌলিক সুবিধা পান, কেউ যেনো বঞ্চিত না হয় সেইদিকে দৃষ্টি রাখতে বলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password