নওগাঁয় সোশ্যাল এইডের উদ্যোগে খাদ্য ও হাইজিন সহায়তা প্রদান

নওগাঁয় সোশ্যাল এইডের উদ্যোগে খাদ্য ও হাইজিন সহায়তা প্রদান

নওগাঁ সদরে বেসরকারী উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” বাংলাদেশের উদ্যোগে কোভিড-১৯ এর কারণে কর্মহীন পরিবারে খাদ্য ও হাইজিন বিতরণ প্রকল্পের আওতায় নওগাঁ জেলার কে.ডি. সরকারী স্কুল মাঠ প্রাঙ্গণে ২৫০ টি পরিবারের মধ্যে খাদ্য ও হাইজিন সহায়তা প্রদান করা হয়েছে।

 মঙ্গলবার  (৪মে) দুপুর ১০.৩০ ঘটিকার সময় নওগাঁ কে.ডি. সরকারী স্কুল মাঠ প্রাঙ্গনে “সোশ্যাল এইড” এর প্রকল্প উপদেষ্টা ও স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “রানি”র প্রধান নির্বাহী জনাব মোঃ ফজলুল হক খানের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ হারুন অর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মির্জা ইমাম উদ্দীন, আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মাহমুদ আকতার, বিশিষ্ট সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী, সাংবাদিক রায়হান আলম প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password