অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। গতকাল রোববার দিবাগত রাতে মেসির অভিষেক ম্যাচে সহজেই জিতেছে তার দল পিএসজি। এমবাপ্পের জোড়া গোলে রিমসকে ২-০ গোলে হারিয়েছে। রবিবার রেইমসের বিপক্ষে লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছিলেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। কিন্তু দলের সবচেয়ে বড় অস্ত্রকে মূল একাদশে রাখেননি তিনি।
প্রথমার্ধে বেঞ্চেই কাটে লিওনেল মেসির। তবে ম্যাচের ৬৬তম মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসি নিজেও এই দিনের অপেক্ষাতেই ছিলেন। জানিয়েছিলেন পিএসজির জার্সিতে নামতে উদগ্রীব তিনি।
লিগ ওয়ানের ম্যাচটি ০-২ গোলে জিতেছে মেসির পিএসজি। দু'টি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। রেইমসের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে ডান দিক থেকে ভেসে আসা আনহেল ডি মারিয়ার ক্রস থেকে লাফিয়ে উঠে হেড করে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা। এই জয়ে চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে গেল মৌসুমের রানার্স-আপরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন