ফ্রিতে ইউরোর টুর্নামেণ্ট সেরা খেলোয়াড়কে দলে নিল পিএসজি

ফ্রিতে ইউরোর টুর্নামেণ্ট সেরা খেলোয়াড়কে দলে নিল পিএসজি

ট্রান্সফার মার্কেটে দাপট দেখিয়েই চলছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জিনিহো, ভেইনালডামের পর তারকাবহুল দলে নতুন সংযোজন জিয়ানলুইজি দোনারোমা। এসি মিলানের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন এই গোলরক্ষক। সদ্য সমাপ্ত ইউরোতে টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরষ্কার জেতা দোনারোমাকে দলে ভিড়িয়ে স্কোয়াডে নতুন মাত্রা যোগ করলো প্যারিসের জায়ান্টরা। এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে ফ্রি এজেন্ট থাকায় বিনামূল্যেই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষককে পেয়ে গেল তারা।

পিএসজিতে নাম লিখিয়ে ডোনারুমা বলেছেন, ‘এই গ্রেট ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি নতুন চ্যালেঞ্জ নিতে এবং নিজের আরও উন্নতি করতে প্রস্তুত। পিএসজির হয়ে আমি যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই এবং সমর্থকদের আনন্দ দিতে চাই’।

দীর্ঘ ৫৩ বছর পর ইতালিকে ইউরো কাপের শিরোপা জেতানোর পথে পুরো আসরে দুর্দান্ত খেলেছেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজে পেয়েছেন আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার। গত মৌসুমে সেরি আয় মিলানের দ্বিতীয় হওয়ায় তার ছিল বড় অবদান। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার দলটি জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগে। মিলানের হয়ে ছয় মৌসুমে দোন্নারুম্মা সেরি আয় খেলেন মোট ২১৫ ম্যাচ। ২০১৬ সালে ১৭ বছর ১৮৯ দিন বয়সে জাতীয় দলের হয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে ইতালির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলরক্ষক হওয়ার কীর্তি গড়েন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password