আজ ৮ আগস্ট, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে অসহায় অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। আজ রোববার পুনাক সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা চত্বরে আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিন শতাধিক রোগীকে গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি ও মেডিসিন সংক্রান্ত রোগের প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, বঙ্গমাতার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অনুমতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ সালাম। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পুনাক'র জনকল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করে পুনাক সভানেত্রী আরও বলেন, পুনাক একটি অলাভজনক প্রতিষ্ঠান। সীমিত সামর্থ্যের মধ্যেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে পুনাক। আজকের এ মেডিকেল ক্যাম্প পুনাক'র জনকল্যাণমূলক ধারাবাহিক কাজেরই অংশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন