গত মৌসুমের মতো এবারও প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস কিনে নিলো তামিলনাডুর খেলোয়াড় শাহরুখ খানকে। ৯ কোটি রুপিতে পাঞ্জাবে যোগ দিয়েছেন তিনি। অলরাউন্ডার শাহরুখ খানের ভিত্তিমূল্য ছিল মাত্র ৪০ লক্ষ রুপি। তবে কয়েকটি দলের টানাটানির পর ৯ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব দলে ভিড়ায় তাকে।
গত বছরের আসরেও পাঞ্জাবে খেলেছেন শাহরুখ। প্রীতি জিনতার দলে যোগ দেয়ায় বলিউড অভিনেতা শাহরুখকে জড়িয়ে টুইটারে সেটি নিয়ে বেশ হাস্যরস করেছিলেন অনেকেই। সেবার তার দাম উঠেছিলো ৫.২৫ কোটি রুপি। যা দেখে অবশ্য বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। ২৬ বছর বয়সী ক্রিকেটার শাহরুখ খানের জন্ম চেন্নাইয়ে। ডান হাতে ব্যাট করে থাকেন তিনি।
চমৎকার অফ স্পিনে ব্রেক থ্রু আনতেও বেশ পটু এ ক্রিকেটার। ২০২১ সালের আইপিএল আসরে ব্যাট হাতে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন তিনি। বেঙ্গালুরুতে চলছে আইপিএলের নিলাম। দুইদিনের এই নিলামের প্রথম দিন আজ। এবার আট দল থেকে বেড়ে দশ দলে বেড়েছে টুর্নামেন্টের পরিধি।
নিলামে ১৫ দেশের ৬০০ জনের জায়গা হয়েছে। প্রথম দিনেই নানা ঘটনাই আলোচনায় চলে এসেছে নিলাম অনুষ্ঠান। প্রথম দিনেই অবিক্রিত রয়ে গেছেন বিপিএলে দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান। অবিক্রিতদের তালিকাতে রয়েছেন আরও অনেকেই।
বর্তমানে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অল রাউন্ডার মোহাম্মদ নবিকেও প্রথম দিনের নিলামে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। অবিক্রিতদের তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না, অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েড।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন