সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে গত রাতে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। খেলার প্রথম দিকে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার তারকা জুলিয়ান আলভারেজ। তবে তাকে ফেলে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। এতে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি ড্যানিয়েল ওরসাতো। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি।
শেষ পর্যন্ত জয় নিয়ে ফাইনালে উঠেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ওই পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ। ফুটবলবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। দালিচ বলেন, প্রথম গোলটি খুবই সন্দেহজনক। এ কথা চিরসত্য। প্রথমত সেটি কর্নার দেওয়া যেত। সেই সময় আমাদের খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখে অন্তত সেটি বোঝা যাচ্ছিল। তবে পেনাল্টি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ‘বাজে’ ছিল।
তিনি বলেন, ওই গোলের পর আমরা খেলায় ফেরার চেষ্টা করেছিলাম। তবে কাউন্টার অ্যাটাকে আবার গোল খেয়ে বসি। আমাদের দখলেই বেশি বল ছিল। তবে সুযোগ সৃষ্টি করতে পারিনি। তবে পেনাল্টির জন্য কোনো অভিযোগ নেই। ক্রোয়াট কোচ বলেন, সর্বোপরি; ফাইনালে ওঠায় আর্জেন্টিনাকে অভিনন্দন। সেই সঙ্গে আমাদের খেলোয়াড়দেরও আমি ধন্যবাদ জানাই। এ বিশ্বকাপে তারা যা করেছে, সে জন্য সেটির প্রাপ্য ওরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন