অদ্য ২৩ জুলাই সকালে র্যাব-১৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন নগরীর ঠিকাদার পাড়া মহল্লার নুরপুর এলাকায় অভিযান চালায়। এই অভিযানে অবৈধ মাদকদ্রব্য ২২৩ পিস ইয়াবা উদ্ধার ও এক নারী মাদক বিক্রেতা সহ হিজড়া মিলনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়, ০২টি মোবাইল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২৪৫০/-টকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- রংপুরের চিহ্নিত মাদকদ্রব্য ব্যবসায়ী মোঃ নুরুল হক মিলন ওরফে হিজড়া মিলন (৩৫) এবং মোছাঃ মিম (২৩)। র্যাব জানায়, মাদক ব্যবসায়ী হিজড়া মিলনের নামে ডজন খানেক মাদক মামলা রয়েছে।
র্যাব-১৩, রংপুর এর অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন