ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর এর অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরী’কে রাজধানীর গাবতলি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
আজ ৩ জুলাই (মঙ্গলবার) দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচাল খন্দকার আল মঈন জানান, "হেলেনা জাহাঙ্গীরের মিরপুরস্থ জয়জাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান পরিচালনার পর উক্ত অফিসে কর্মরত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জেনে তাদের আটকের জন্য র্যাব গোয়েন্দা শাখা ও র্যাব-৪ কার্যক্রম শুরু করে। র্যাব এর এহেন অভিযানের সংবাদের পরে জয়যাত্রা টেলিভিশন ও ফাউন্ডেশনের মাধ্যমে প্রতারিত হওয়া অনেকে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। এরই ধারাবাহিকতায় অদ্য গভীর রাতে র্যাবের গোয়েন্দা দল ও র্যাব-৪ একটি আভিযানিক দল উক্ত ফাউন্ডেশনের জিএম (এডমিন) হাজেরা খাতুন এবং জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি সমন্বয়ক সানাউল্ল্যাহ নূরী’কে রাজধানীর গাবতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।"
গ্রেফতারকৃত দুইজনের থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করে র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন