সিগারেট তৈরিতে ইঁদুরের বিষ্ঠা
সিগারেটের পেছনে আমাদের অনেকেরই মাসে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে, জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুরে সিগারেট তৈরি করা হয়। তবে সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, সিগারেটের মুল উপাদান গুলির মধ্যে একটি ইঁদুরের বিষ্ঠা। সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে, পৃথিবী বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষ্ঠা থেকে, যেমনটি ভারতে কফি তৈরি হয় বিড়ালের মল থেকে!
এগুলো তাও মেনে নিলাম। কিন্তু পরবর্তী তথ্যটি যে একেবারেই ঘৃন্যকর, সেটি হল সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত। নেদারল্যান্ডস এর এক গবেষণায় দেখা গেছে- ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত। কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়।
নেদারল্যান্ডসের ওই গবেষণায় আরও দেখা গেছে, শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়। গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে। তারও আগে জানা গিয়েছিল, সস্তা সিগারেটের মধ্যে অ্যাজবেস্টস এবং মৃত মাছিও থাকে।
এই বিভাগের আরও খবর
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 1 month ago
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 4 months ago
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 4 months ago
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 5 months ago
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 7 months ago
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 8 months ago
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 9 months ago
- বিজ্ঞান ও প্রযুক্তি
- 9 months ago
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন