পেনাল্টি নিয়ে রিয়ালের ক্ষোভ

পেনাল্টি নিয়ে রিয়ালের ক্ষোভ

শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে ছন্দে থাকার বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। সেই লক্ষ্যে খেলতে নেমে হোঁচট খেলো লস ব্লাঙ্কোসরা। লা লিগায় বছরের শেষ ম্যাচে এলচের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

এর ফলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কম থাকতো। পয়েন্ট ভাগাভাগি করায় এখন রিয়ালের ১৬ ম্যাচে সংগ্রহ ৩৩ আর ১৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৩৫। যারা সুয়ারেজের একমাত্র গোলে গেতাফেকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। 

ম্যাচের ২০ মিনিটে লুকা মদরিচের হেডে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু নিজেদের ভুলে দ্বিতীয়ার্ধেই পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে নেয় এলচে। স্পট কিক থেকে গোল করেছেন ফিডেল চ্যাভস।

এর পর দুই দলেরই জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল। এলচে ফরোয়ার্ড লুকাস বোয়ে পোস্টে নিলে সুযোগ হয়েছে হাতছাড়া। একইভাবে রিয়াল ডিফেন্ডার কারভাহাল ও সের্হিয়ো রামোসকেও অসাধারণ সেভে হতাশ করেছেন স্বাগতিক গোলকিপার এডগার বাদিয়া।

এছাড়া শেষ দিকেও রিয়ালকে ভয় পাইয়ে দিযেছিল এলচে। যোগ করা সময়ে ফ্রি কিক পায় তারা। সেখান থেকে ডিফেন্ডার গনজালো ভার্দুর শট রিয়াল গোলকিপার কুর্তোয়া ঠেকিয়ে দিলে স্বস্তির ড্র নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল। এর ফলে ৬ ম্যাচের জয় ধারায় ছেদ পড়েছে রিয়ালের।     

ম্যাচের পর অবশ্য পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল গোলকিপার কুর্তোয়া। বলেছেন, ‘এটা পুরোপুরি পেনাল্টির মধ্যে পড়ে না। বিপজ্জনক অঞ্চলে এভাবে শার্ট টেনে ধরার ঘটনা প্রায়ই ঘটে থাকে। আমার নিজেই তো এসব পড়ে না। কিন্তু রেফারিরা এ ক্ষেত্রে সেগুলো ধরতে পছন্দ করেন। বেনজিমার ক্ষেত্রেও তো এমনটা হয়েছিল। আপনি একটা না দিলে অপরটিও এড়িয়ে যাওয়া উচিত ছিল।’

মন্তব্যসমূহ (০)


Lost Password