দীর্ঘ ৭ বছর পর চেলসিতে ফিরেছেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। ক্লাব রেকর্ড ৯৭.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার মিলান থেকে এই ফরোয়ার্ডকে দলে ভেড়ায় ব্লুজরা। চেলসির ইতিহাসে সবচেয়ে বেশি পারশ্রমিক ফি নিয়ে স্ট্রাম্ফোর্ড ব্রিজে ফিরলেন লুকাকু। যদিও তার ট্রান্সফার নিয়ে ক্লাব কতৃপক্ষ এখনও অফিসিয়াল ভাবে কিছু জানায়নি তবে ইংলিশ গণমাধ্যম ও বিবিসি বলছে ৯ কোটি ৭৫ লাখ পাউন্ড খরচ করেই লুকাকুকে নিয়ে আসছে চেলসি।
প্রথম মেয়াদে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসির হয়ে খেলেছিলেন লুকাকু। তবে প্রথম মেয়াদের চেলসির হয়ে ম্যাচ খেলেছিলেন মোটে ১৫টি। মাঝে এক (২০১২-১৩) মৌসুম ধারে খেলেছিলেন আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনে। এরপরে মৌসুমে ধারে যান এভারটনে। ধারে খেলার পরের মৌসুমেই তিন বছরের চুক্তিতে একেবারে নিজেদের করে নেয় এভারটন। এরপর এভারটন থেকে চলে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে দুই বছর খেলে পাড়ি জমান ইতালিয়ান জাউয়ান্ট ইন্টার মিলানে।
১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত সিজনেই ইন্টার মিলানকে সিরি’আ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। এবার পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে এলেন ২৮ বছর বয়সী লুকাকু। গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসি গতরাতে ভিলারিয়ালকে হারিয়ে ইউরোপা সুপার লিগের শিরোপা জিতেছে৷ নতুন মৌসুমে মাঠে নামার আগে লুকাকুকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল ব্লুজরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন