ফুটবলের দল বদলের ক্ষেত্রে মুহূর্তেই সব হিসেব নিকাশ পালটে যায় এমনটাই আবারও যেন প্রমান হলো। আলোচনা ছিল জুভেন্টাস ছেড়ে রোনালদো যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে। কিন্তু হঠাৎ দৃশ্যপট পাল্টে গেল৷ সিটির সাথে আলোচনায় এসে পরলো ম্যান ইউর নাম। শুধু আলোচনাতে সীমাবদ্ধ রইলো না শেষ পর্যন্ত কিনে নিল ক্রিশ্চিয়ানোকে৷
ম্যানইউ কোচ ওলে গানার সুলশারের সংবাদ সম্মেলনের রেশ না কাটতেই এলো আনুষ্ঠানিক ঘোষণা- ক্রিস্টিয়ানো রোনালদো এখন ম্যানইউর। যেন ঘরের ছেলে ফিরছেন ঘরেই। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে, ব্যক্তিগত চুক্তি, ভিসা ও স্বাস্থ্যপরীক্ষা সফলভাবে শেষ করার শর্তসাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের জন্য আমাদের ক্লাব জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।’ টুইটারে ঘোষণাটা দিয়ে ক্লাবের অফিশিয়াল একাউন্টে লেখা, ‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো।’
তবে রোনালদোকে পেতে কত খরচ করতে হয়েছে তা এখনও খোলাসা করেনি রেড ডেভিলরা। অনেকেই ধারণা করছেন ম্যাব ইউকে ২০ থেকে ২৫ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে। ২০০৩ সালে স্পোর্তিং লিসবন ছেড়ে তরুণ রোনালদো ম্যান ইউনাইটেডে গিয়েছিলেন। প্রিমিয়ার লিগের সফলতম দলটিতে প্রথম অধ্যায়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেন রোনালদো।
দলটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ ও একটি এফএ কাপ জেতেন তিনি। রোনালদোর তারকা হয়ে ওঠার শুরু ইউনাইটেডেই।২০০৯ সালে ম্যান ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রোনালদো। সেখানেও তিনি ছিলেন সফল। রিয়ালে সফল ক্যারিয়ারের সফলতম অধ্যায় শেষ করে ২০১৮ সালে জুভেন্টাসে নাম লিখান পর্তুগিজ যুবরাজ। যেখান থেকে তারকা হয়ে উঠেছিলেন আবার সেই ‘ঘরে’ই ফিরলেন রোনালদো!
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন