ম্যানচেস্টারে রাজকীয় প্রত্যাবর্তন রোনালদোর

ম্যানচেস্টারে রাজকীয় প্রত্যাবর্তন রোনালদোর

স্পোর্টস ডেস্ক : রাজার মতোই ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে শুরু করলেন ম্যান ইউর হয়ে এবারের প্রিমিয়ার লিগ মিশন।

আগেই জানা গিয়ছিল আজ নিউক্যাসেলের বিপক্ষে ম্যান ইউর হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন ক্রিশ্চিয়ানো। ম্যাচের শুরুর একাদশেই ছিলেন তিনি। শুধু প্রথম একাদশে থেকেই থেমে থাকলেন না। ম্যাচের দুই অর্ধে করলেন দুই গোল।

রোনালদো প্রথম জালের দেখা খুঁজে পানবিরতির ঠিক আগে৷ ম্যাসন গ্রিনউডের সোজাসুজি শট ঠেকাতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক। ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা রোনালদো আলগা বল টোকায় জালে পাঠান। উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড। ৬২তম দারুণ নৈপুণ্যে আবারও দলকে এগিয়ে নেন রোনালদো। লুক শয়ের পাস পেয়ে দুই জনের মধ্যে দিয়ে প্রথম ছোঁয়ায় বল সামনে বাড়িয়ে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এর থেকে ভাল প্রত্যাবর্তন আর কি হতে পারে একজন ফুটবলারের জন্য৷ ৩৬ বছর বয়সেও মাঠে যেভাবে দূত্যি ছড়াচ্ছেন তাতে মনে হচ্ছে বয়স তার কাছে নিছক একটি সংখ্যামাত্র।প্রথম মেয়াদে প্রথম মেয়াদে ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো। রোনালদোর রঙিন অভিষেকের দিনে নিউক্যাসেলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টারের হয়ে বাকি দুই গোল করেছেন ফার্নান্দেস ঈ লিংগার্ড।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে অবস্থান করছে ম্যান ইউ। সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানের কারণে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password