এনায়েতনগর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী প্রয়াতঃ চেয়ারম্যান নাসির উদ্দিনের ভাতিজী ও জুলহাস মাদবরের মেয়ে জেসমিন আক্তার রুমাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মধ্য ধর্মগঞ্জ শ্রী শ্রী সত্য গোপাল জিউর মন্দিরের কমিটি বৃন্দ।
আজ শুক্রবার (১০ অক্টোবর) দুর্গাপূজাকে কেন্দ্র করে মধ্য ধর্মগঞ্জ হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কৌশল বিনিময় করতে যান জনাবা জেসমিন আক্তার।
তাদের উদ্দেশ্যে রুমা বলেন, আমার বাবা ও চাচাকে হয়তো সবাই চিনেন, তারা কখনো হিন্দু মুসলমানকে আলাদা করে দেখেনি। ওনারা এই এলাকার সকলকে একটা পরিবারের লোক মনে করতো। সবাই কে আপন ভাবতো। আমি ওনাদের মেয়ে হিসেবে আমি আপনাদের আমার পরিবার মনে করি। আমি আপনাদের ঘরের মেয়ে। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন আপনাদের উন্নয়ন সম্পর্কে আমার কাছে চাইতে হবে না, মেয়ে হিসেবে আমাকে আদেশ করবেন।
রুমা আরও বলেন, আপনারা যদি আমায় আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন আগামী এই দিনে পূজাতে আপনাদের জন্য একটি সুখের বার্তা নিয়ে আসবো। বাবা চাচারা এই মন্দিরের প্রতিষ্ঠা লগ্নে ছিলেন আজ আমি আছি আর থাকবো।
জেসমিন আক্তার রুমা বলেন, আমি জয়যুক্ত হলে আমার পদবী মেম্বার না এই ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সেবক হবে। আশা করছি এমন দৃষ্টান্ত সৃষ্টি করবো।
মন্দিরের সভাপতি - প্রদিপ কুমার দাশ বলেন, আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে জুলহাস মাদবর ও নাসির চেয়ারম্যান
এর দৃঢ় প্রত্যয় ছিল। জুলহাস মাদবর ও আমাদের খুব সহায়তা করতো। সেই হিসেবে উনার বা ওনাদের মেয়ে হিসেবে আমাদের পূর্ন সমর্থন থাকবে রুমা আপার প্রতি।
তিনি আরও বলেন, আমি মনে করি ঘরের মেয়েতো ঘরের কাজ করবেই সেই হিসেবে আমার পাড়া থেকে আপার প্রতি সমর্থন থাকবে।
সহ-সভাপতি- শান্তি মন্ডল, জেসমিন আক্তার রুমা আমাদের ঘরের মেয়ে। ঘরের মেয়ে বিজয়ী হোক কে না চায়। তার বাপ চাচারা আমাদের পাশে ছিল আশা করছি সেও থাকবে।
উপদেষ্টা মন্ডলির সদস্য - রঞ্জিত দাশ বলেন, জুলহাস মাদবরকে খুব কাছে থেকেই জানি। ওনি সবসময় আমাদের পাশে ছিলেন। একজন ভাল পরিবারের সন্তান ভাল তো ভাল হবেই। আমি নিজে সমর্থন করছি ও আসে পাশের সকলকে তাকে সমর্থন করতে আহবান করবো।
পরে এলাকার যুবকদের সাথে কুশল বিনিময় করে সভা শেষ করেন জেসমিন আক্তার রুমা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন