বয়সে তরুন। নাম সাইফুর রহমান আজিম। ইউটিউব চ্যানেল টেক আনলিমিটেড এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। বয়স কম হলেও কাজ কিন্তু কম নয়। বর্তমান যুগের তরুন ও যুবকদের বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার এক উজ্জল উদাহরণ তিনি। ২০১৩ সালে কিশোর বয়সে ইন্টারনেট প্লাটফর্ম ইউটিউবে টেক আনলিমিটেড নামে চ্যানেল খুলেন তিনি। ২০১৩ সালে চ্যানেল খুললেও পাকাপাকিভাভে ২০১৮ সালে পুরোদমে কাজে মনোনিবেশ করেন। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টেক বিষয়ক কন্টেন্ট তৈরি করার মাধ্যমে বিভিন্ন বিষয়ে উৎসাহ ও কারিগরি শিক্ষা দিয়ে থাকেন তিনি।
বর্তমানে তার টেক আনলিমিটেড চ্যানেলের সাবস্ক্রাইবারে সংখ্যা ৩৪৯০০০ এর থেকেও বেশি। এ ছাড়াও তিনি আরও তিনটি চ্যানেল নিয়ে কাজ করেন। তন্মধ্যে সাইফুর রহমান আজিম নামে (আন্য আরেকটি টেক চ্যানেল-সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৩০০০ প্রায়), সাইফুর রহমান আজিম নাশিদ (নিজ কন্ঠের নাশিদ চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা ২০০০ প্রায়), সাইফুর রহমান আজিম ভ্লগ (নিজের ব্যক্তিগত জীবনের ভ্লগ চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা ৭০০০০ প্রায়)। সব মিলিয়ে তার মোট সাবস্ক্রাইবারের সংখ্যা ৪১১০০০ প্রায়।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের পিতা। তিনি বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা এবং মিডিয়া স্টাডিজ বিষয়ের উপর লেখাপড়া করছেন।
সোস্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে অসংখ্য ফলোয়ার রইয়েছে তার। তার ব্যাক্তিগত ওয়েবসাইটও আছে। এ সব মিলিয়ে, সব প্লাটফর্মেই তিনি একজন খুবই এক্সপার্ট এবং ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা এবং টেক বিষয়ক ট্রেইনার। অসংখ্য তরুনেরা তার অনুপ্রানে অনুপ্রাণিত হয়ে স্বাবলম্বী করছে নিজেকে। নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছে আগামীর জন্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন