সালথায় শিক্ষক সমিতির সাধারণ সভা: সভাপতি মাইনুল সাধারণ সম্পাদক জাহিদ

সালথায় শিক্ষক সমিতির সাধারণ সভা: সভাপতি মাইনুল সাধারণ সম্পাদক জাহিদ

ফরিদপুর: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা উপজেলা শাখার আয়োজনে জেলা মাল্টিপারপাস হল রুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তুগোলদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, বাহিরদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, পুরুরা সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান মোল্লা, খালিশপট্টি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, কাগদী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কর, জয়ঝাপ সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ, ফুলবাড়িয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, চন্ডিবর্দী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেন, আটঘর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হাসান, জয়কালী সঃ প্রাঃ বিদয়ালয়ের প্রধান শিক্ষক, অজিত কুমার, নিধিপুট্টি সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জাৃান ও মোঃ রাকিবুল ইসলাম মিরাজ, বড় খারদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিমা বেগম, যদুনন্দী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির মোল্লাসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাসহ তিনশতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে সালথায় চাকুরীরত প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের সম্মতিতে ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলামকে সভাপতি ও সালথা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, উপজেলা সাবেক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু। প্রসঙ্গত, এই কমিটির মধ্য দিয়ে সালথায় কর্মরত শিক্ষকদের মধ্যে গ্রুপিংসহ সমস্ত বিগত দিনের সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বেশিরভাগ শিক্ষকদের সম্মতিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষে এই কমিটি গঠন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password