২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতার। ইতোমধ্যে সবরকম প্রস্তুতি সেরেছে দেশটি। কাতারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করতে চায় সৌদি আরবও। তাই ২০৩০ সালের সুযোগটা হাতছাড়া করতে চায় না তারা। এককভাবে নয় ইতালির সাথে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। কিন্তু দুই দেশের মধ্যে দূরত্ব ২ হাজার ২৫০ মাইল। দূরত্বের বাধা জয় করেই দুই দেশ মিলে আয়োজন করতে চায় ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে চায় আরও কয়েকটি হেভিওয়েট দেশ। আয়ারল্যান্ডের সঙ্গে যৌথভাবে আয়োজক হওয়ার ইচ্ছা জানিয়ে রেখেছে ইংল্যান্ড। আর্জেন্টিনাও পড়শি দেশ উরুগুয়ের সঙ্গে দাবি জানাবে টুর্নামেন্টটা আয়োজনের। এই মুহূর্তে ২০৩০ বিশ্বকাপের নিলামের প্রক্রিয়া একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এরই মধ্যে জমে আলোচনা জমে উঠেছে কোন দেশ হতে হচ্ছে ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক। তাই বুঝাই যাচ্ছে বেশ ভাল একটা যুদ্ধ করতে হবে বিশ্বকাপ আয়োজক হওয়ার টিকিট পেতে।
এর মাঝেই দৃশ্যপটে সৌদি আরব। নিজেদের ভাবমূর্তি ফেরাতে ক্রীড়াঙ্গনে প্রচুর টাকা ঢালছে সৌদি আরব। নানা টুর্নামেন্ট আয়োজনে খরচ করেছে ১.৫ বিলিয়ন ডলারের বেশি। মরুদেশে খেলেছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মত তারকাবহুল ক্লাব। ইতালিয়ান সুপার কাপের ম্যাচও হয়েছে। ২০১৯ সালে অ্যান্থনি জোশুয়া ও অ্যান্ডি রুইজ জুনিয়রের হেভিওয়েট বক্সিংয়ের ওয়ার্ল্ড টাইটেল ম্যাচও হয়েছে সৌদিতে। গলফের ইউরোপিয়ান ট্যুরের পর ফর্মুলা ওয়ানের রেসের আয়োজন করেছে তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন