সৌদি প্রাইভেট সেক্টরে আরো বাংলাদেশী শ্রমিক চায়

সৌদি প্রাইভেট সেক্টরে আরো বাংলাদেশী শ্রমিক চায়

সৌদি আরবের প্রাইভেট সেক্টরে বাংলাদেশী ওভারসীজ কর্মী নিয়গের সর্বোচ্চ সীমা ছিল ২৫%। অর্থাৎ সৌদি আইন মোতাবেক কোন প্রতিষ্ঠান ২৫% এর বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ দিতে পারবে না।

তবে সুসংবাদ হচ্ছে যে, বর্তমানে সৌদি আরবের নতুন আইন মোতাবেক এখন থেকে দেশটির প্রাউভেট সেক্টরের যে কোন প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪০% বাংলাদেশী অভারসীজ কর্মী নিয়োগ দিতে পারবে। সে লক্ষ্যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশটির প্রাইভেট সেক্টর গুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের সর্বাধিক সীমা ২৫% থেকে বাড়িয়ে ৪০% এ নির্ধারণ করেছে। তবে,বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের জন্যই শতকরা ৪০% হারে কর্মী নিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী কাজ করেন এবং তাদের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন। যা নতুন আইনে অদূর ভবিষ্যতে প্রায় ২০ লক্ষ বাংলাদেশী অভারসীজ কর্মী সৌদি আরবে আজ করার সুযোগ পাবেন। তাছাড়া গত মে মাস থেকে সৌদি আরবের সামলান সরকার তাদের প্রবাসী শ্রম আইন কার্যকর কার্যকর করেছেন৷ সেই আইন মোতাবেক কাফালা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে৷ তার মধ্যে অন্যতম হলো সেখানে কর্মরত প্রবাসীরা কর্মীরা তাদের নিয়োগ কর্তার অনুমতি ছাড়াই সৌদি আরবে চাকরি পরিবর্তন করতে পারবেন৷

মন্তব্যসমূহ (০)


Lost Password