ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সংবাদ সারাবেলার সিনিয়র সাংবাদিক সেলিম খান ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনি।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর অদূরে একটি রিসোর্টে সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে’র প্রোগ্রাম শেষে সমাঝোতার ভিত্তিতে সেলিম খান সভাপতি ও পুনরায় রফিকুল ইসলাম রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিদায়ী সভাপতি শাহনেওয়াজ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েন-ক্রাবের সাবেক সাধারণ সম্পাদক দিপু সরোয়ার, আওয়ামী লীগ নেতা নবীনেওয়াজ খান বিনু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খান বিটু, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় নেতা আসাদ উদ জামান তুষার, ঢাকা মহানগর যুবলীগের নেতা গাজী সারোয়ার বাবু, সংগঠনের সাবেক সভাপতি শামসুল আলম সেতু, সাবেক সাধারণ সম্পাদক কাওছার আজম প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সমাঝোতার ভিত্তিতে সেলিম খান সভাপতি ও পুনরায় রফিকুল ইসলাম রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য সাবেক সভাপতি শাহনেওয়াজ দুলাল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তৈমুর ফারুক তুষার (কালের কণ্ঠ), মাছুম বিল্লাল (আমাদের নতুন সময়) ওমরে আজম (মাছ রাঙা টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান (বাংলাদেশের আলো), আমিনুল ইসলাম মল্লিক (ঢাকা টাইমস), সদস্য ও কোষাধক্ষ্য পদে আজীবনের জন্য নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম আতিক হাসান (ব্রেকিং নিউজ), দফতর সম্পাদক হাসিবুল হাসান (যুগান্তর), প্রচার সম্পাদক সোহেল রানা (চ্যানেল ২৪), ক্রীড়া সম্পাদক শেখ সাদী (নিউজ বাংলাদেশ), জনকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি (ডিবিসি নিউজ টেলিভিশন), নারী বিষয়ক সম্পাদক জয়শ্রী ভাদুড়ী (বাংলাদেশ প্রতিদিন)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টেলিভিশন), সুমন মোস্তাফিজ (বাংলা টিভি), আইনুল হক (গণমানুষের আওয়াজ), আবু আলী (আমাদের সময়), কাওছার আজম (নয়াদিগন্ত), শারমিন নাহার (যুগান্তর) বরুন কুমার দাস (বাসস), কিরণ শেখ (বাংলাদেশ জার্নাল)।
সাধারণ সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্রর আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন