তুমি কি নান্দাইলের সমাজ সেবা কর্মকর্তা? তোমার বদলি হয়েছে জানো? ঠিক আছে বদলি ফিরবে, আমার মেয়ের নগদ নম্বরে এখনি ২৫ হাজার টাকা পাঠাও'। গতকাল মঙ্গলবার বিকেলে ও রাতে দুই দফায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলীকে ফোন করে এ সব কথা বলেন সমাজ সেবা অধিদপ্তরে অতিরিক্ত সচিব ড. শাহ আলম পরিচয়ে এক ব্যক্তি।
জানা যায়, নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ে বেশ কয়েকদিন ধরে স্বেচ্ছায় কাজ করছিলেন ছাত্রলীগের স্থানীয় দুই কর্মী। এ নিয়ে কালের কণ্ঠে গত সোমবার 'সমাজ সেবা অফিসে ছাত্রলীগ নেতারা স্বেচ্ছাসেবী' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। পরদিন মঙ্গলবার বিকেলে অতিরিক্ত সচিব পরিচয়ে ময়মনসিংহ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু আহম্মেদ মোহাম্মদ অলি উল্লাহকে ফোন করেন।
নান্দাইল সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, ময়মনসিংহের ডিডি মহোদয় আমাকে ফোন করে জানতে চেয়েছেন ছাত্রলীগ নেতাদের দিয়ে কেন আমি কাজ করিয়েছি। এখন আমার বিরুদ্ধে সচিব ব্যবস্থা নিবে। তিনি একটি নম্বর আমাকে দিয়ে সচিবের সঙ্গে কথা বলতে বলেন। তার দেওয়া নম্বরে ফোন করলে অপরপ্রান্তের ব্যক্তি অতিরিক্ত সচিব পরিচয় দেন। তিনি আমাকে বলেন- তোমাকে তো বদলি করা হয়েছে, এটা তুমি জানো। আমি 'সরি' বললে তিনি বলেন ঠিক আছে। আমার মেয়ে রিয়াকে নান্দাইলে বিয়ে দেওয়া হয়েছে। তার এখনি ২৫ হাজার টাকা লাগবে। নগদের ০১৭৩৮৯৬৪৬৬১ এই নম্বরে দ্রুত পাঠিয়ে দেও। পরে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিনকে জানাই। ইউএনও কথিত সচিবের নম্বরে ফোন করেন।
ইউএনও এরশাদ উদ্দিন বলেন, কালের কণ্ঠে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা পজিটিভ। কিন্তু এটাকে নেগেটিভ মনে করে প্রতারক চক্রটি সমাজ সেবা কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। সেবা কর্মকর্তার কাছ থেকে কথিত সচিবের নম্বর নিয়ে ফোন করে পরিচয় জানতে চাইলে 'ঠিক আছে লাগবে না' বলে লাইনটি কেটে দেন।
সূত্রঃ কালের কণ্ঠ
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন