অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
এই জয়ে ৫ ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে স্বাগতিকরা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার
বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজে জয় পেল বাংলাদেশ। অজিদের বিপক্ষে
বাংলাদেশের টানা তিনটি জয়ের রেকর্ডও এটি। এর মধ্যে একটি অদ্ভুদ রেকর্ড করেছন সাকিব আল হাসান। তার ২য় ম্যাচ এবং ৩য় ম্যাচের
পরিসংখ্যান অনেকটাই মিলে যায়।
২য় ম্যাচের সাকিব বনাম ৩য় ম্যাচের সাকিব—
২য় ম্যাচে সাকিব ২৬ রান করেছেন, আর ৩য় ম্যাচেও তার রান ২৬। ২য় ম্যাচে বল খেলেছেন ১৭টি। ৩য় ম্যাচেও তাই। ২য় ম্যাচে স্ট্রাইক রেইট ছিলো ১৫২.৯৪। ৩য় ম্যাচেও স্ট্রাইক রেইট ছিলো ১৫২.৯৪। ২য় ম্যাচে তার বাউন্ডারির সংখ্যা ৪ টি। ৩য় ম্যাচেও তিনি বাউন্ডারি মেরেছেন ৪টি। ২য় ম্যাচে আউট হয়েছেন ৯ম ওভারে। ৩য় ম্যাচেও আউট হয়েছেন ৯ম ওভারেই।
২য় ম্যাচে তিনি দলের পক্ষে
দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। ৩য় ম্যাচেও দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনিই।
২য় ম্যাচেও নিয়েছেন ১ টি উইকেট। ৩য় ম্যাচেও১
টি উইকেট নিয়েছেন। ২য় ম্যাচে উইকেট নিয়েছেন ৩.২ ওভারে। ৩য় ম্যাচেও উইকেট নিছেন ৩.২
ওভারে। ২য় ম্যাচেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর উইকেট নিয়েছেন। ৩য় ম্যাচেও দ্বিতীয় সর্বোচ্চ রান
সংগ্রহকারীর উইকেট নিয়েছেন। ২য় ম্যাচে ৪ ওভারে দিয়েছেন২২ রান। ৩য় ম্যাচেও ৪ ওভারে
দিয়েছেন ২২ রান। এ যেন এক অদ্ভুদ মিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন