সিরাজগঞ্জে মাথা ন্যাড়া করার হিড়িক
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর ন্যায় বাংলাদেশের মানুষও আতঙ্কিত। চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানা। মার্কেট দোকান পাট বন্ধ। নাপিতের দোকানে চুলকাটায় রয়েছে করোনা ঝুঁকি। দেশজুড়ে তাই ন্যাড়া হওয়ার হিড়িক শুরু হয়েছে। সারাদেশের মতো সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামের বিভিন্ন বয়সের মানুষও মাথা ন্যাড়া করছেন।
করোনা পরিস্থিতিতে মানুষ যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখেন তখনই মাথা ন্যাড়া করার বিভিন্ন পোস্ট ভেসে আসে চোখের সামনে। একে অপরের দেখা-দেখি প্রতিদিনই সব বয়সের যুবকরা ন্যাড়া হচ্ছেন। কেউ কেউ মাথা ন্যাড়া করে গ্রুপ ছবি ফেসবুকে প্রকাশ করছেন।করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে এমন দৃশ্য বেশ কৌতূহলের সৃষ্টি হলেও যারা ন্যাড়া হয়েছে তারা বলছেন সরকারের নির্দেশ ঘরে বন্দি, সেলুনও বন্ধ, মাথায় চুল বড় হওয়ায় ন্যাড়া হয়েছি। কেউ কেউ মনের বাসনা ও ভালোলাগা থেকে, আবার কেউ কেউ বলছেন পাশের বা পরিচিতদের দেখে উৎসাহ হয়ে ন্যাড়া হয়েছে।
এবিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জামাল মিয়া বলেন, মাথ্যা ন্যাাড়া করা করোনার কারণে নয় এটা তাদের নিজেদের বিষয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন