ভয়ংকর এক ক্যাপসুলের খোঁজে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

ভয়ংকর এক ক্যাপসুলের খোঁজে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

অস্ট্রেলিয়ায় তেজস্ক্রিয় উপাদানভর্তি ক্যাপসুল হারানোর পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। খনির কাজে ব্যবহার করা ক্যাপসুলটির বিকিরণ মানুষের শরীরে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে। আশঙ্কা রয়েছে ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদি রোগের।

হারিয়ে যাওয়া বিপদজ্জনক ক্যাপসুলের সন্ধানে তল্লাশি অভিজান চলছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে। চলতি মাসের মাঝামাঝি সময়ে নিউম্যান শহর থেকে পার্থ শহরে যাওয়ার পথে হারিয়ে যায় ক্যাপসুলটি। এরপরই শুরু হয় অভিযান। খবর রয়টার্সের। কতৃপক্ষ জানায়, ক্ষুদ্র এই ক্যাপসুলটি থেকে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর পদার্থ।

এতে রয়েছে প্রায় ১৩৭ গ্রাম তেজস্ক্রিয় ক্যাসিয়াম। যা ব্যবহার করা হয় খনি তৈরির কাজে। স্বাস্থ্যবিভাগ বলছে এটি অস্ত্রধারী না হলেও রয়েছে স্বাস্থ্যঝুঁকি। হতে পারে ক্যান্সারের মতো রোগ। তাই ক্যাপসুলটি খুঁজতে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জারি করা হয়েছে জরুরি সর্তকতা।

মন্তব্যসমূহ (০)


Lost Password