শিক্ষকের জন্য ছাত্রদের উপহার ১৫ লাখ টাকার গাড়ি

শিক্ষকের জন্য ছাত্রদের উপহার ১৫ লাখ টাকার গাড়ি

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চড়কগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ। চড়কগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসায় ৪২ বছর শিক্ষকতা করার পর সম্প্রতি তিনি অবসরে যান।

শনিবার মাদরাসা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুলতান মাহমুদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ১৫ লাখ টাকার প্রাইভেট কার উপহার দিয়েছেন তার সাবেক শিক্ষার্থীরা। আল মাহমুদ সাবেক ছাত্র ফোরামের ব্যানারে তাকে এ গাড়ি উপহার দেয়া হয়।

ফোরামটির সভাপতি আবু হানিফ নেসারী বলেন, স্যারের কারণে মাদরাসার শিক্ষার্থীরা আজ আলোকিত মানুষ। স্যারকে আমাদের দেওয়ার কিছুই নেই। শুধু সম্মানিত করার চেষ্টা করেছি। এজন্যই এ আয়োজন ছিল।

বিদায়ী অধ্যক্ষ সুলতান মাহমুদ বলেন, একজন শিক্ষকের জন্য পরম পাওয়া একজন ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমি সন্তানের মতো দেখেছি। বিদায়ের এ ক্ষণে আমি অভিভূত। আমার ছাত্ররা দেশের কল্যাণে নিবেদিত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password