জোফ্রেড গ্রেগরি ও রালফ্রেড গ্রেগরি ১৯৯৭ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। যমজ দুই ভাই এপ্রিলে তাদের ২৪তম জন্মদিন পালন করেন।
ভারতের উত্তর প্রদেশের মিরাটে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই যমজ দুই ভাই মারা গেছেন। গত সপ্তাহে উত্তর প্রদেশের হাসপাতালে মারা যান তারা।
গত ১৩ মে তাদের বাবা-মা গ্রেগরি রেমন্ড ও সুজা রাফায়েলকে বেসরকারি আনন্দ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের ছেলে জোফ্রেড করোনায় মারা গেছেন। খবর শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এর কয়েক ঘণ্টা পরেই তাদের আরেক ছেলে রালফ্রেড মারা যান।
মাত্র তিন মিনিটের ব্যবধানে জন্মগ্রহণ করেন ওই দুই ভাই। দুজনেই ছয় ফুট লম্বা। দেখতে একইরকম দুই ভাই পড়াশোনা করেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। চাকরি করতেন হায়দারাবাদে। বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
তাদের এক প্রতিবেশী সুমিত বলেন, ‘তারা খুবই ভালো ছিল। পুরো পরিবারই ভালো ছিল। তাদের আরেক ভাই নিলফ্রেড। তিনজনই একে অপরকে খুবই ভালোবাসত। এ ঘটনায় নিলফ্রেড ভেঙে পড়েছে।’
জোফ্রেড মিরাটে বাসা থেকে অফিস করছিলেন। অন্যদিকে রালফ্রেড আহত হয়ে হায়দরাবাদ থেকে বাসায় আসেন।
তাদের জন্মদিনের পরেই তারা জ্বরে আক্রান্ত হন। কিছুদিন বাসাতেই চিকিৎসা নেন তারা। অবস্থা খারাপ হওয়ায় ১ মে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।
রাফায়েল বলেন, '১০ মে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তিন দিন পরেই জোফ্রেড মারা যায়। আমার ধারণা ছিল রালফ্রেডের একই অবস্থা হবে। কেননা একজনের সঙ্গে যা ঘটতো, অন্যজনের সঙ্গেও সেটাই ঘটতো। তাদের জন্মের পর থেকেই এমন হয়ে আসছিল।'
তিনি বলেন, ‘আমাদের পরিবার ভেঙে পড়েছে। করোনা আমার দুই ছেলেকে কেড়ে নিয়েছে। যারা তাদের পুরো জীবনে কারও কোনো ক্ষতি করেনি।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন