সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে কটাক্ষ করে পোস্ট দেয় ঝুমন দাস আপন (২৩) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।
পোস্টটি দেখে বুধবার (১৭ মার্চ) সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম ঘেরাও করে রাখে আশপাশের হাজার হাজার মানুষ। রামদা, লাঠি-সোটা নিয়ে অন্তত ৩০ হাজার মানুষ ওই গ্রামটি ঘেরাও করে রাখে বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৫ মার্চ) সুনামগঞ্জের দিরাই শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সামনে বক্তব্য রাখেন মামুনুল হকসহ হেফাজত ইসলামের নেতারা। সেই সূত্রধরে ঝুমন দাস আপন তার ফেসবুক আইডি থেকে আল্লামা মামুনুল হককে কটাক্ষ করে একটি পোস্ট দেন। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মার্চ) ওই যুবককে পুলিশে দেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ জড়ো হয় নোয়াপাড়া গ্রামে।
তানভীর আহমদ নামে স্থানীয় এক বাসিন্দা সাংবাদিককে বলেন, ‘হুজুরকে নিয়ে সে ফেসবুকে কটাক্ষ করেছে তাকে এতবড় সাহস কে দিল, তার পিছনে আর কে কে আছে সবাইকে পুলিশ খুঁজে বের করে আইনের আওতায় না আনলে আমরা এখান থেকে সরব না।’
দিরাই উপজেলার বাসিন্দা ফয়জ উদ্দিন সাংবাদিককে বলেন, ‘ফেসবুকে পোস্টটি দেখার পর সারা রাত ঘুমাতে পারিনি। কখন সকাল হবে শুধু সেই কথা ভেবে রাত পার করেছি। জীবন দেয়ার হলে দিব তবু ধর্ম নিয়ে কেউ যদি অশ্লীল কোন কথাবার্তা বলে তাকে ছাড় দিব না।’এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিককে বলেন,‘ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন