বিদ্যুৎ এর তারবিহীন ও খুঁটিবিহীন সিলেটনগরী

বিদ্যুৎ এর তারবিহীন ও খুঁটিবিহীন সিলেটনগরী

দেখতে দারুন লাগছে তা ছবিতেই বুঝা যাচ্ছে । দেখতে বিদেশ এর মত মনে হলেও তা বাংলাদেশের যে সিলেট নগরী তা বাস্তব । একটি এলাকাতে মূলত শহরের আবাসিক বা বানিজ্যিক এলাকাগুলো যদি দেখি তখন দেখি বিভিন্ন ধরনের তার যেমন বিদ্যু]. টেলিফোন, নেটলাইন আরো কতকিছুর তার চোখে পড়ার মত ।

ডাবল ডাবল তার থাকে রাস্তায় বাড়ীতে, বিল্ডিং এ, খুঁটিতে যেন তারের সারি সারি প্রতিযোগিতা । কিন্তু তার বিহীন হলে কত সুন্দর, নিরাপদ ও দৃষ্টিনন্দন তা এ ছবি দেখেই অনুমেয় ।

এটি সিলেট নগরীর ছবি যা ঝুলন্ত তারবিহীন দরগা গেইট এলাকার একটি দারুন ছবি । দেশের প্রতিটি নগর যদি এমন হতো তাহলে দারুন হতো বলেই অনুমেয় । বাস্তব হোক এমন দৃশ্য বাংলার প্রতিটি নগরে ।  এই সিলেট নগরীই প্রথম বাংলাদেশের ডিজিটাল নগরী । 


মন্তব্যসমূহ (০)


Lost Password