দেখে নিন বেলন ডি’র ২০২১ পুরস্কারে কে কি জিতেছেন

দেখে নিন বেলন ডি’র ২০২১ পুরস্কারে কে কি জিতেছেন

৭ম বারের মতো বেলন ডি’অর জিতলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবল ম্যাজিশিয়ান লিওনেল মেসি। আর্জেন্টাইন এ পিএসজি তারকা গত মৌসুমে ছিলেন অসাধারণ। আর্জেন্টিনাকে দীর্ঘ ২৮ বছর শিরোপা খরা থেকে বাঁচালেন তিনি। তাঁর অসাধারণ নেতৃত্বে আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে। এছাড়া বার্সেলোনার হয়ে জিতেছেন কোপা দেল রে কাপ।

তাছাড়া কোপা আমেরিকার সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টদাতা হয়েও জিতেছেন সেরা প্লেয়ারে পুরস্কার। এর আগে রেকর্ড ৬ষ্ঠ তম বেলন ডি‘অর নিয়ে তিনিই ছিলেন সবার উপরে। ৫ বার বেলন ডি‘অর জিতে দ্বিতীয় স্থানে রয়েছেন ফুটবলের আরেক বিস্ময় পর্তুগিজ তারকা রোনালদো। তবে এবারের বেলন ডি‘অর জিতে মেসি তার সবচেয়ে কঠিন এ প্রতিযোগীকে বেশ পিছনে ফেলে নিজের রেকর্ডকে আরো পাকাপুক্ত করেন।

এছাড়াও এবারের বেলন ডি’অর পুরস্কারে বৎস সেরা স্ট্রাইকার হলেন বায়ার্নমিউনিখ ও পোল্যান্ডের লেভানডফস্কি। যিনি গত দুই সিজনে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে নতুন যুগের সেনসেশন হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে প্রায় নিশ্চিত ব্যালন ডি’অর পুরস্কার অর্জন থেকে বাদ পড়েছেন। এদিকে গত মৌসুমে অসাধারণ গোল কিপার ইতালির দোন্নারুমা জিতেছেন সেরা গোল কিপারের পুরস্কার। নারীদের মধ্যে বৎস সেরা ফুটবালার হিসাবে বার্সেলোনার আলেক্সিয়া পুতেল্লাসের নাম ঘোষণা করা হয় গত কাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password