স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলে ইনজুরির কারণে দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান। অস্টড়েলিয়া ও নিউজিল্যান্দের বিপক্ষে ছিলেন বাংলাদেশ দলের সাথে। দীর্ঘদিন দলের বাইরে থাকার না কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেলার বার্তা দিয়ে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর তাকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোট সাড়তে পুনর্বাসন প্রক্রিয়া শেষে আজ রোববার মিরপুর স্টেডিয়ামে ব্যাট হাতে নিলেন তামিম। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। আর এতোদিন পর ব্যাট হাতে নিয়েই যেন নিজের চেনারূপে ফিরলেন তামিম। মাঠের চারপাশে দৃষ্টিনন্দন কিছু শটস খেলতে দেখা গেছে তাকে। উড়িয়ে সীমানা পাড় করার শটস ছিল কয়েকটি। তামিমের এই দুর্দান্ত শটসগুলো ছিল উপভোগ্য। পুরো ৪০ মিনিট অনুশীলনের পরে ড্রেসিংরুমের পথ ধরেন এ ড্যাশিং ওপেনার।
বিশ্বকাপে না খেললেও নেপালে একটি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে তামিমের। সেটিও টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরই মধ্যে বিসিবি থেকে অনাপত্তিপত্রও নিয়েছেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) নামের সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন