সিলেট নগরের ‘সেলফি ব্রিজ’ খ্যাত কাজিরবাজার সেতুর রেলিংয়ে উঠে টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২০ নভেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয়রা জানিয়েছেন, ‘শনিবার বেলা ২টার দিকে একদল শিশু-কিশোর কাজিরবাজার সেতুর ওপরের রেলিংয়ে উঠে টিকটক ভিডিও করছিল। এসময় তাদের একজন রেলিং থেকে নিচে সুরমা নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল এসে উদ্ধারে নামে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। তিনি বলেন, আমাদেরকে একজন কিশোর এসে খবর দিলে আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে যাই। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগামীকাল আবার উদ্ধার অভিযান চালানো হবে।
তবে পানিতে ডুবে নিখোঁজ হওয়া কিশোরের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘সন্ধ্যার পরে এমন একটা খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ বিষয়ে পরিষ্কারভাবে কেউ কিছু বলতে পারছে না।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন