সীমান্ত নিয়ে ভারতের দু রাজ্যের বাসিন্দা এবং পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

সীমান্ত নিয়ে ভারতের দু রাজ্যের বাসিন্দা এবং পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

ভারতের আসাম-মিজোরাম সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে দুই প্রদেশের মানুষ এবং পুলিশ সদস্যরা রক্তাক্ত সংঘাতে জড়িয়েছে। এতে আসাম পুলিশের ৭ জন নিহত হয়েছে। সীমান্ত জটিলতা নিয়ে আসাম ও মিজোরাম রাজ্য সরকারের বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। ১৬৪ কিলোমিটার পর্যন্ত দুই রাজ্যের সীমান্ত বিস্তৃত ।

শুধু মিজোরাম নয়, অরুণাচলের সঙ্গেও সীমান্ত জটিলতা রয়েছে আসামের। এঘটনাকে কেন্দ্র করেমিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গা এদিন সংঘর্ষের একটি ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ট্যাগ করে ট্যুইট করেন, যেখানে তিনি বলেছেন আজ মিজোরামে সাধারণ মানুষকে লাঠিপেটা করেছে অসম পুলিশ।’ এমনকি সিআরপিএফ ও মিজো পুলিশকেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ'। এবং বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে একটি গাড়ির কাঁচ ভাঙ্গা অবস্থায় দেখা যাচ্ছে।

পালটা অসম পুলিশের তরফেও একটি ট্যুইট করা হয়েছে। ট্যুইটে লেখা হয়েছ, 'মিজোরামের কিছু অসামাজিক ব্যক্তি অসমের সরকারি আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। ওই সরকারি কর্মকর্তারা লোলাপুরে অসমের জমি দখল হওয়া থেকে আটকানোর কাজে মোতায়েন ছিলেন।' অন্যদিকে, আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও টুইটে অমিত শাহকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন। মিজোরামের মুখ্যমন্ত্রীকে টুইটে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘মিজোরামের পুলিশ সুপার আমাদের পোস্ট থেকে লোক সরাতে বলছে, নাহলে অশান্তি থামবে না। এ ভাবে কি করে সরকার চালানো সম্ভব? দুরাজ্যের মানুষের পাশাপাশি সংঘর্ষে জড়িয়েছে দু রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারাও। প্রথমে মিজোরাম পুলিশকে লক্ষ্য করে মুহুর্মূহূ টিয়ার গ্যাসের শেল এবং গ্রেনেড ছোড়া হয়। বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ গুলিও চালায় আসাম পুলিশ। পালটা মিজোরাম পুলিশও গুলি চালায় বলে দাবি করা হয়েছে। এতেই একই দেশের এক রাজ্যের পুলিশের গুলিতে নিহত হয়ছে আরেক রাজ্যের ৬ পুলিশ সদস্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password