এবার সিরিয়া থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে রকেট। কামান দাগিয়ে জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছে তেলআবিব। ইহুদি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয় গোলান মালভূমি থেকে ইসরায়েলি ভুখণ্ডীর ছোঁড়া হয়ে বেশ কিছু মোটর সেল। টবে কামান দিয়ে গোলা ছোঁড়ে ইসরাইলি সেনারা।
দেশটিতে হামাসের অভিযানের পর সিরিয়ার সাথে প্রথম গুলি বিনিময়ের ঘটনা এটি। তবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করেনি তেলআবিব। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখল নেয় ইসরায়েল।
হামাসের সঙ্গে চলমান যুদ্ধের সমর্থনে ইসরাইলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরাইলের ভূখণ্ডে হামলা হয়েছে। মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া গোলার জবাবে ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়ার সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে।
সিরিয়া থেকে ছোড়া গোলা ইসরাইলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত হানার তথ্য স্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকে ছোড়া কামানের গোলা ইসরাইলি ভূখণ্ডে আঘাত হেনেছে। এর জবাবে সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।
এদিকে, সিরিয়ার একটি সূত্র বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একটি শাখা ইসরাইলে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করেছে। হামাসের সঙ্গে ইসরাইলের চলমান যুদ্ধের মাঝে দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়া থেকে ইসরাইলি ভূখণ্ডে এ ধরনের হামলায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত শনিবার হামাসের হামলা শুরুর পর থেকেই ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা। মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টার সময় ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এ সময় হিজবুল্লাহর তিন সদস্য ও ইসরাইলি সামরিক বাহিনীর এক ডেপুটি কমান্ডার নিহত হন। এছাড়া হিজবুল্লাহ-ইসরাইল সংঘাতে আরো দুই বেসামরিকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে লেবানন।
হামাসের সাথে চলমান যুদ্ধে বিপর্যস্ত ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরেক প্রতিবেশী লেবানন থেকে চালানো রকেট হামলা। হামাসের সাথে যুদ্ধ শুরুর একদিন পর থেকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা করছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক রকেট নিক্ষেপ করা হয়েছে বলে তিনটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, ফিলিস্তিনি দলগুলো বোমাবর্ষণ করেছে।
দ্বিতীয় আরেকটি সূত্র বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের ভেতরে রকেট হামলা চালানো হয়েছে। এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে ধেয়ে আসা রকেটের পাল্টায় গোলাবর্ষণ করা হয়েছে।
মঙ্গলবার লেবানন থেকে অন্তত ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে চারটিতে বাধা দেওয়া হয়েছে এবং বাকি ১০টি খোলা জায়গায় পড়েছে। সোমবার লেবানন সীমান্ত থেকে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টার সময় হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হওয়ার পর থেকে ইসরায়েলের সাথে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তে সোমবারের সংঘাতে তিন হিজবুল্লাহ সদস্য ছাড়াও ইসরায়েলি এক সেনা কর্মকর্তা ও দুই ফিলিস্তিনি যোদ্ধার প্রাণহানি ঘটে।
লেবাননের দক্ষিণাঞ্চলে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল বলেছে, তারা মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে টায়রে শহরের দক্ষিণে একটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে।
হামাস-ইসরায়েল চলমান সংঘাতে সব পক্ষকে সংযম চর্চার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউএনআইএফআইএলের মুখপাত্র বলেছেন, লেবাননের যে অঞ্চল থেকে রকেট নিক্ষেপ করা হয়েছিল, সেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী ইউনিটগুলোকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন