আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম গুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।ব্যবস্থা করা হয়েছে আলাদা বসার জায়গার, আবার কিছু কিছু ক্লাসরুমে ছেলে ও মেয়েদের মাঝে দিয়ে দেয়া হয়েছে পর্দা। কিছু অংশে চলাফেরায় রয়েছে বিধিনিষেধ। কাবুল, কান্দাহারসহ দেশটির বড় বড় শহরে দেখা গেছে এই ব্যবস্থা।
গত সপ্তাহের এক বিবৃতিতে জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলো খোলা হলে আলাদা বসতে হবে ছেলে-মেয়েদের। তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই মেয়েদের নিতি গ্রহনের কথা বলে আসলেও এখনো কাটেনি আশংকা।
২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের পতনের পর তালেবানরা আবার আফগানিস্তানের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ ফিরে পায় এবং তারা তাদের এই বিজয়কে আফগানিস্তানে এক নতুন যুগের সূচনা হিসাবে দেখছে বলে জানা যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন