লঞ্চেই জন্ম নিল শিশু, আজীবনের জন্য যাতায়াত ফ্রি

লঞ্চেই জন্ম নিল শিশু, আজীবনের জন্য যাতায়াত ফ্রি

স্বামীর সঙ্গে অ্যাডভেঞ্চার (এডভেঞ্চার)-৯ নামের একটি লঞ্চে গতকাল শনিবার রাতে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন এক সন্তান সম্ভাবা নারী। রাত সোয়া ১১টার দিকে লঞ্চের ২১০ নম্বর কেবিনে ওই নারীর কোল আলোকিত করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। খবর পেয়ে নবজাতককে দেখতে ভিড় করেন লঞ্চের অন্য যাত্রীরা।  

দ্রুত এ সুখবর চলে যায় লঞ্চের মালিক ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের সন্তান মোহাম্মদ নিজাম উদ্দিনের (সিআইপি) কাছে। তিনি নবজাতকের পরিবারকে স্বাগত জানান এবং শিশুটিসহ তার মায়ের জন্য ওই লঞ্চে যাতায়াত আজীবন ফ্রি ঘোষণা দেন। 

নিজাম উদ্দিন কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। এ সময় মালিক পক্ষের নির্দেশে নবজাতক ও তার বাবা-মাকে মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

জানাযায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মো. ফোরকান হাওলাদার তার সন্তান সম্ভাবা স্ত্রী ফাহিমা বেগমকে  নিয়ে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সোয়া ১১টার দিকে ফাহিমা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন। 

মো. ফোরকান হাওলাদার বলেন, ‘এডভেঞ্চার শিপিং কর্পোরেশনের এ লঞ্চটির মালিক ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন এ লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য মালিক নিজাম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া চান।’

লঞ্চ মালিক নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে লঞ্চে ওই নারীর সন্তান জন্ম দেয়ার উপযুক্ত পরিবেশ ও সার্বিক সহায়তা প্রদানের নির্দেশ দেই। তারা (নবজাতক শিশু ও তার বাবা-মা) আমার লঞ্চে আজীবন ফ্রিতে যাতায়াত করতে পারবেন।’

মন্তব্যসমূহ (০)


Lost Password