বুন্দেস লিগায় হফেনহেইমের ফুটবলারের গায়ে থুতু মেরে বড় শাস্তি পেলেন গ্ল্যাডবাখের ফরাসি স্ট্রাইকার মার্কোস থুরাম। বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ছয় ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি থুরামকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
গোল ডটকম সূত্রে জানা যায়, গত সপ্তাহে হফেনহেইমের বিপক্ষে বুন্দেস লিগার ম্যাচে ২-১ গোলে হারে বুন্দেসলিগার ক্লাব গ্ল্যাডবাখ।বরুশিয়া পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রতিপক্ষ ডিফেন্ডার স্টিফান পোশের সঙ্গে তর্কে জড়িয়ে এক পর্যায়ে তার গায়ে থুতু মারেন মার্কোস থুরাম।
এই ঘটনায় থুরাম লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার পর গ্ল্যাডবাখ ১০ জনের দলে পরিণত হয়। এই সুযোগে হফেনহেইম আরও এক গোল করে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে যায়।
এমন অপরাধের কারণে ক্লাবের পক্ষ থেকে থুরামের এক লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়। যা একটি চ্যারিটি প্রতিষ্ঠানে দান করা হবে। ক্লাবটির পরিচালক ম্যাক্স এবার্ল এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন