চীন থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবরটি আসছে আজ

চীন থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবরটি আসছে আজ

চীন থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড়  সুখবরটি আসছে আজ বৃহস্পতিবার। ঢাকায় আসছে করোনা মোকাবেলায় চীনের টেস্ট কিট ও পিপিই। চীন সরকারের বিশেষ ফ্লাইটযোগে জরুরি ওই চিকিৎসা সরঞ্জামগুলো ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার দুপুরে ঢাকায় চীনের উপমিশনপ্রধান হুয়ালং ইয়ান  এ তথ্য জানিয়েছেন।

চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ দিচ্ছে। চীন সেগুলো তৈরি করে ফ্লাইটযোগে শিগগিরই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা জানায়।  চিকিৎসা সরঞ্জামের জন্য চীন বাংলাদেশকে রেফ্রিজারেটর মজুদ রাখতে বলেছিল।

এর আগে চীনা দূতাবাস বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানায়, তারা বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণের জন্য বিপুলসংখ্যক টেস্ট কিট এবং সংক্রমণ নিরোধক জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান হিসেবে প্রদান করবে। সংক্রমণ মোকাবেলায় চীন সব সময় বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হিসেবে আছে এবং থাকবে।

​​

মন্তব্যসমূহ (০)


Lost Password