খুনের পর শরিরের রক্ত গায়েব

খুনের পর শরিরের রক্ত গায়েব

বাউবাউ সাঙ্গারে শূন্যদৃষ্টিতে একটা জায়গা দেখান। ১০ জুন সকালে ঠিক ওই জায়গাতেই তাঁর ভাই বাকারির ছিন্ন মাথা পড়েছিল। পাশেই ছিল ধর।আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত শহর ফানা। ২০১৮ সাল থেকে এই শহরে একই কায়দায় মানুষ খুন হচ্ছে। এমন খুনের সবশেষ শিকার ৪০ বছর বয়সী সাবেক সেনাসদস্য বাকারি।

ফানা শহরে কে কেন কীভাবে এমন করে মানুষ খুন করছে, তা এখন পর্যন্ত রহস্য হয়েই আছে।সাঙ্গারে তাঁর ভাইয়ের খণ্ডবিখণ্ড লাশ পাওয়ার ৪০ মিনিটের মাথায় ঘটনাস্থলে পুলিশ আসে। তারা স্থানটি ঘিরে রাখে।পুলিশ ঘটনাস্থলে একটি লোহার রড পায়। বাড়ির পেছনের দিকে পায় রক্তের ফোঁটা। মোটরসাইকেলের টায়ারের চিহ্নও দেখা যায়।হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশের তদন্ত কর্মকর্তারা হতবাক। তাঁরা বলছেন, প্রায় একই কায়দায় খুনগুলো হচ্ছে। সম্ভবত ছুরি বা কুড়াল দিয়ে ধর থেকে মাথা ছিন্ন করা হয়। লাশগুলো সাধারণত সকালের দিকেই পওয়া যায়। লাশের পাশে রক্ত পাওয়া যায় না।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, খুনিরা সম্ভবত খুন করে রক্ত সংগ্রহ করে।ঠিক কী কারণে খুনগুলো করা হচ্ছে, এর কোনো অকাট্য প্রমাণ তাঁদের কাছে নেই। নানা পদক্ষেপ নেওয়ার পরও শহরটিতে একের পর এক একই কায়দায় খুন হচ্ছে।স্থানীয় গোত্রপ্রধান আদামা ত্রোর বলেন, 'একমাত্র স্রষ্টাই জানেন। আমরা জানি না, কারা খুনগুলো করছে।'শহরটিতে প্রায় ৩৬ হাজার মানুষের বাস। রহস্যময় খুনের ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password