বরিশাল সদর উপজেলার কালিজিরা বাজার থেকে নিখোঁজের পাঁচ দিন পর মো. রাশেদুল হক রাশেদ (৩৩) নামে এক প্রাণ কম্পানির কর্মকর্তার মরদেহের সন্ধান মিলেছে। গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের বড়ভাই আবু হানিফ। রাশেদ নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরের সায়দাবাদ এলাকার শাহাজাহান মিয়ার ছেলে। তিনি বরিশাল সদর উপজেলায় প্রাণ কম্পানির স্টোর ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বরিশাল সদরের কারিজিরা বাজার থেকে নিখোঁজ হন রাশেদ। তারপর থেকে তার ব্যবহৃত ফোনটি বন্ধ ছিল। পরে বরিশাল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সন্ধানে অভিযানে নামে। অবশেষে নিখোঁজের পাঁচ দিন পর গতকাল রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি নদী থেকে রাশেদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হত্যা করে লাশ নদী ফেলে দেয়।
নিহতের বড়ভাই আবু হানিফ জানান, গত ২৮ জানুয়ারি একাডেমি নামক একটি ইমু আইডি থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে কল দিয়ে মুক্তিপণ বাবদ প্রথমে ৫০ হাজার ও পরে ৩০ হাজার টাকা দাবি করেন। প্রমাণ হিসাবে চক্রটি রাশেদের মোবাইল থেকে একবার কল দিয়ে তা পুনরায় বন্ধ করে রাখে। তিনি আরো বলেন, রাশেদকে অপহরণ থেকে শুরু করে হত্যাকাণ্ডের ঘটনায় সেখানকার প্রাণ কম্পানির ডিলার ও কর্মকর্তারা জড়িত থাকতে পারে।
রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, এ ব্যাপারে কিছুই জানি না। সংবাদ পেলে বিস্তারিত জানাতে পারব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন