যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে (পার্লামেন্ট) হামলার চেষ্টাকারীর পরিচয় মিলেছে। নোয়া গ্রিন নামের হামলাকারী ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা। তার বয়স ২৫ বছর।
সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে নোহা গ্রিন যুক্তরাষ্ট্রের সরকারকে কৃষ্ণাঙ্গদের এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করে মন্তব্য করেছেন। এছাড়া নিজেকে লুইস ফারাখানের অনুসারী হিসেবে উল্লেখ করেছেন নোয়া গ্রিন।
উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টার দিকে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই সময় আহত হয়েছেন আরেকজন। এ ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে রক্তাক্ত দাঙ্গার তিন মাসের ব্যবধানে আবারো ক্যাপিটল হিলে হামলা হলো। তবে এ হামলার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করছেন কর্মকর্তারা।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে বলেন, এখন পর্যন্ত এ হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না। নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভান্স। তিনি ইভান্স ক্যাপিটল পুলিশে ১৮ বছর ধরে কাজ করছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন