ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। এর মধ্যে ৫৮ জন শিশু ও ৩৪ জন নারী। ইসরায়েলের এই হামলার পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হামাসও। হামাসের প্রতিরোধের মুখে এখন পর্যন্ত এক সেনাসহ ১০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।
গতকাল রবিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, গত সপ্তাহ থেকে ফিলিস্তিনিরা ইসরায়েলে তিন হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে।
গাজায় মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে চলেছ ইসরায়েল। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছিল মুসলিম ৫৭ জাতির সংস্থা ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন)। রবিবার (১৬ মে) সৌদি আরবের বিশেষ অনুরোধে ওআইসির দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ফিলিস্তিনকে ইসরাইলের বর্বর হামলা থেকে রক্ষা করার কোনো পদক্ষেপ বা কার্যকরী সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
সূত্র: আলজাজিরা
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন