অপারেশনের টেবিলে রোগী রেখে পালালেন চিকিৎসক

অপারেশনের টেবিলে রোগী রেখে পালালেন চিকিৎসক

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি বেসরকারী হাসপাতালের অপারেশন টেবিলে খাদিজা বেগম (৪০) নামের এক রোগী রেখে পালিয়েছেন আহম্মেদ কামাল তুষার নামের এক চিকিৎসক। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের জেলে সহিদুল ইসলাম সিকদারের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী খাদিজা বেগম গত কয়েকদিন ধরে পেটে ব্যথায় ভুগছিলেন। তার স্বামী শনিবার বিকাল ৪টার দিকে তাকে স্লোব বাংলাদেশ নামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা নিরীক্ষার পরে ওই গৃহবধূর পেটে টিউমার হয়েছে বলে জানান। তাই অপারেশন করতে হবে।

রবিবার দুপুর ২টার দিকে ওই গৃহবধূর স্বজনদের না জানিয়ে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আহম্মেদ কামাল তুষার নামের এক চিকিৎসক তার নিতম্ব থেকে নিচের অংশ কেটে ফেলেন। এরপর অবস্থা বেগতিক দেখে অপারেশন থিয়েটারে তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ওই হাসপাতালের কয়েকজন নার্স ওই গৃহবধূর কাটা অংশে সেলাই করেন।

ওই গৃহবধূর নন্দাইয়া জালাল আহম্মেদ জানান, খাদিজা বেগমের অবস্থা আংশকা জনক। তিনি তীব্র ব্যাথায় কাতারেচ্ছেন। স্লোব হাসপাতাল থেকে তাকে বরিশাল নেয়ার জন্য বলেছেন।এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক আহম্মেদ কামাল তুষারের মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।এ বিষয়ে স্লোব বাংলাদেশ হাসপাতালের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password