ইউরোফাইটার টাইফুন শীঘ্রই নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত হবে

ইউরোফাইটার টাইফুন শীঘ্রই নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত হবে

ইউরোফাইটার টাইফুন শীঘ্রই একটি নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, স্পিয়ার-ইডব্লিউ দিয়ে সজ্জিত হবে, যা সর্বাধিক অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা নিরপেক্ষ করতে সক্ষম। বহুজাতিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান MBDA এবং ইতালির Leonardo যৌথভাবে SPEAR মিসাইলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ভার্সন SPEAR-EW আনতে যাচ্ছে যা ইউরোফাইটার টাইফুনের SEAD(Suppression in Enemy Air Defence) সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি করবে। SPEAR-EW সিস্টেমটিতে প্রচলিত ওয়ারহেড এবং সীকার এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে লেজার গাইডেন্স ও আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইস।

এছাড়াও ভাবা হচ্ছে সিস্টেমটিতে অতিরিক্ত ফুয়েল ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে যার ফলে এটি শত্রুপক্ষের আরো বেশি ভিতরে স্ট্রাইক করতে পারবে। SPEAR-EW শত্রুভাবাপন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে দমনে অতিরিক্ত সক্ষমতা প্রদান করবে। এছাড়াও সিস্টেমটি স্ট্যান্ড ইন জ্যামার এর ভূমিকা পালন করবে যার মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিচালনা করা যাবে। এছাড়াও সিস্টেমটি রাডার জ্যামার ও ডিকয় হিসেবে কাজ করবে। SPEAR-EW শুধুমাত্র ল্যান্ড টার্গেট এই সীমাবদ্ধ থাকবে না, এটি দিয়ে ন্যাভাল স্ট্রাইক ও পরিচালনা করা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password