নরসিংদীর মাধবদীতে পূর্ব শত্রুতা ও ঝগড়াকে কেন্দ্র করে নতুন করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন গুরুতরসহ মোট ৫ জন আহত হয়েছে । শনিবার ( ২২ জানুয়ারি ) বিকেলে উপজেলার নুরালাপুর ইউনিয়নের মাটিয়ালকান্দা গ্রামে এই ঘটনা ঘটে ।এই তথ্য নিশ্চিত করেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মাজারুল ইসলাম ।
গুরুতর আহত ওই যুবকের পরিবারের দাবী, হামলার সময় তাদের ওপর গুলি করা হয়েছে। তবে সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজন লোকের মধ্য একজন হাত উঁচিয়েছেন তার হাতে অস্ত্রের মতো একটা কিছু দেখা গেছে। গুরুতর আহত ওই যুবকের নাম মেহেদি হাসান (২৩) তিনি মাটিয়াল কান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন রশিদ ওরফে হারুন মেম্বারের ছেলে।
ঘটনায় মেহেদির পিতা হারুন রশিদও গুরুতর আহত হন। বাকি আহতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি । স্থানীয়রা জানায় , নুরালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান ভূঞা ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুন মেম্বারের মধ্যে পূর্বের একটি মামলা ও সেটির নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনের বিরোধ ছিলো দীর্ঘদিন ধরে ।
দুপক্ষই মামলার নিষ্পত্তি ও আপোষনামা নিয়ে গরমিল হচ্ছিলো গত কয়েকদিন ধরে। এরই জেরে শনিবার দুপুরে দুপক্ষই দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে একে অপরের ওপর হামলা করে । এসময় মাটিয়াল কান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন রশিদ ওরফে হারুন মেম্বারের ছেলে মেহেদির পায়ে গুলি লাগে এবং দুপক্ষের আরও চারজন দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।
আহত মেহেদির বাবা হারুন মেম্বার বলেন, সাদেক চেয়ারম্যান গ্রুপের সুমন, সুজন, নাসির সহ আরও কয়েকজন আমাদের ওপর হামলা চালায় । আমার ছেলেকে গুলি করে তারা । নুরালাপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মাজারুল ইসলাম বলেন, মেহেদি নামে ওই যুবকের পায়ে গুলি লেগেছে বলে জানি আমি। এছাড়া দুপক্ষের প্রায় ৪-৫ জন আহত আছে। নুরালাপুর ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম বলেন, এখন কোনো ঝামেলা নেই। এলাকায় পুলিশ আছে, পরিবেশ শান্ত ।
নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা আসাদ আবদুল্লাহ খান বলেন, একটা ক্ষত আছে। কিন্তু এটা আসলেই গুলি কি না। তা নিশ্চিত নই এখন।পরিবারের দাবী , গুলি করা হয়েছে, কিন্তু আমরা ভেতরে কোনো গুলি পাইনি। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো: জামান বলেন, মারামারি হয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে এখন। পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে । কিন্তু কেউ গুলিবিদ্ধ হয়েছে আমি এমন কথা শুনি ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন