আস্ত বাঘকে ছিঁড়ে খেল বিশালাকার কুমির (ভিডিও)

আস্ত বাঘকে ছিঁড়ে খেল বিশালাকার কুমির (ভিডিও)

জঙ্গল মানেই এক গা ছমছমে ব্যাপার শিহরন রোমাঞ্চকর অনুভূতি। যারা জঙ্গল সফরে গেছে তারা বন্যপ্রাণীদের অনেক দৃশ্য চোখের সামনে দেখেছেন। কিন্তু তারপরেও অনেক দৃশ্য অধরা থেকে যায়। আর সেইসব দৃশ্য রুদ্ধশ্বাস মুহুর্ত তৈরী করে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দৌলতে ঘরে বসেই জঙ্গলের আনাচে কানাচে ঘটে যাওয়া নানান দৃশ্য সামনে আসছে যা সত্যি অবিশ্বাস্য।

জঙ্গলে কে টিকে থাকবে তা নিয়ে প্রতিদিন লড়াই চলে বন্য পশুদের মধ্যে। কোথাও খাদ্য শিকারের জন্য লড়াই কোথাও বা অস্তিত্ব বাচিয়ে রাখতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চিতা ও কুমীরের ভিডিও ভাইরাল হয়েছে যা রোমাঞ্চ সৃষ্টি করেছে। এই ভিডিওটি আফ্রিকার বিয়ন্ড প্রাইভেট গেম রিজার্ভের। ওখানের এক নদীর ধারে জল খেতে গিয়েছিল এক চিতা শাবক আর তারপরেই ঘটে যায় এক নৃশংস ঘটনা।

ওই নদীতে ছিল কুমীর। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক চিতা শাবক জল খেতে এসেছে। কিন্তু সে ঘুনাক্ষরেও টের পায়নি যে জলের মধ্যে লুকিয়ে শান্ত হয়ে অপেক্ষা করছে এক কুমির। ঠিক যেই মুহুর্তে চিতা শাবকটি জল খাওয়া শুরু করে ঠিক তখনই ঝড়ের গতিতে তাকে আত্মসাৎ করে কুমিরটি।

ছোট্ট চিতাশাবকের উপর প্রায় 13 ফুট লম্বা ওই কুমির ঝাপিয়ে পড়ে। আর এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ডআর্থ সাফারি গাইড বুসানি শালি। যা এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। ইতিমধ্যে প্রচুর লাইক কমেন্ট কুড়িয়েছে ভিডিওটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password